দেশে এখন
0

‘বিএনপি একটি সুষ্ঠু নির্বাচন চায় , আর ফলাফল যাই হোক না কেন মেনে নেয়া হবে’

বিএনপি একটি সুষ্ঠু নির্বাচন চায়, আর ফলাফল যাই হোক না কেন মেনে নেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফরিদপুর বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

আজ (শনিবার, ৭ ডিসেম্বর) ফরিদপুরে ৩১ দফার প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তারেক রহমান।

এসময়ে তিনি বলেন, ‘রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা গেলে স্বৈরতন্ত্র নির্মূল হবে। জবাবদিহিতা ছিল না বলেই এতদিন বিপুল টাকা পাচার হয়েছে।’

নেতাকর্মীদের জনগণের প্রত্যাশা অনুযায়ী কথা বলার পরামর্শ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন ‘কেউ ভুল করলে ক্ষেত্র বিশেষে কঠোর হবে বিএনপি।’

কর্মশালায় বৃহত্তর ফরিদপুরের ৫টি জেলার নেতাকর্মীরা অংশ নেন।

এএম