দেশে এখন
0

‘পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত বাংলাদেশকে নিয়ে অনবরত মিথ্যাচার করছে’

পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত বাংলাদেশকে নিয়ে অনবরত মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। আজ (শনিবার, ৭ ডিসেম্বর) দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটিতে গণ-আকাঙ্ক্ষা মঞ্চের উদ্যোগে আয়োজনে ‘গণ-আকাঙ্ক্ষা, গণ-অভ্যুত্থান প্রত্যাশা ও প্রাপ্তি বর্তমান পরিস্থিতি পর্যালোচনা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত বাংলাদেশকে নিয়ে অনবরত মিথ্যাচার করছে। ভারত ভয় দেখাচ্ছে। ভারতকে বাংলাদেশ ভয় পায় না।’

‘গণ-আকাঙ্ক্ষা, গণ-অভ্যুত্থান প্রত্যাশা ও প্রাপ্তি বর্তমান পরিস্থিতি পর্যালোচনা’ নামক মতবিনিময় সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘ভারতের কারণে ঐক্য হয়েছে। আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।’

বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, ‘শেখ হাসিনাকে দেশে আনা হবে শুধু বিচারের জন্য। তার বিচার এই দেশের মাটিতে হবে।’

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘দেশের কৃষিকে আরো সম্প্রসারণ করা হবে। আমাদের পণ্য আমদানি করে নয়, পণ্যের উৎপাদন বাড়াতে হবে।’

বক্তব্যের শেষ তিনি বলেন, ‘দেশে চাঁদাবাজ, সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তবে তা নিয়ন্ত্রণে সরকার কাজ করছে।’

এএম