দেশে এখন
0

‘ভারতীয় গণমাধ্যম রাষ্ট্রীয় অনুকূলে আওয়ামী লীগের টাকায় হলুদ সাংবাদিকতা করছে’

ভারতীয় গণমাধ্যম রাষ্ট্রীয় আনুকূল্যে আওয়ামী লীগের অর্থায়নে হলুদ সাংবাদিকতা করছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার। আজ (বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বলেন, ‘ভারতের সব দল ও মিডিয়া মিলে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্তে নেমেছে, এতে ক্ষতি হচ্ছে ধর্মীয় সংখ্যালঘুদের।’

ভারত বাংলাদেশে হিন্দু-মুসলিম দাঙ্গা লাগানোর চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশ নিয়ে ভারতের মায়া কান্না না করলে দেশ ভালো থাকবে।’

বিজন কান্তি সরকার বলেন,‘গত ১৫ বছরে মন্দিরে যেসব হামলা হয়েছে তা আওয়ামীলীগের নেতৃত্বেই হয়েছে বলেই কোনো বিচার হয়নি।’ সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।

এএম