বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বলেন, ‘ভারতের সব দল ও মিডিয়া মিলে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্তে নেমেছে, এতে ক্ষতি হচ্ছে ধর্মীয় সংখ্যালঘুদের।’
ভারত বাংলাদেশে হিন্দু-মুসলিম দাঙ্গা লাগানোর চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশ নিয়ে ভারতের মায়া কান্না না করলে দেশ ভালো থাকবে।’
বিজন কান্তি সরকার বলেন,‘গত ১৫ বছরে মন্দিরে যেসব হামলা হয়েছে তা আওয়ামীলীগের নেতৃত্বেই হয়েছে বলেই কোনো বিচার হয়নি।’ সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।