এছাড়া আগামীকাল (বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর) ধর্মীয় নেতাদের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।
এর আগে গতকাল (মঙ্গলবার, ৩ ডিসেম্বর) রাতে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, চলমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার এই ধারাবাহিক বৈঠকের উদ্দেশ্য জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা। যেখানে তিনি রাজনৈতিক দল, নাগরিক সমাজ, ছাত্র নেতৃবৃন্দসহ সবার কাছে এ আহ্বান জানাচ্ছেন।