দেশে এখন
0

'আগরতলায় হাই কমিশনে হামলা দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত'

আগরতলায় সহকারি হাইকমিশনে হামলা সরাসরি দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আজ (সোমবার, ২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে কমিটির সাধারণ সভা শেষে এ মন্তব্য করেন তিনি।

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, 'ভারত, উগ্র হিন্দুত্ববাদ ও অনেক রাজনৈতিক নেতা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে অনধিকার চর্চা করছে। পার্শ্ববর্তী দেশের অযাচিত হস্তক্ষেপ দক্ষিণ এশিয়ার শান্তিপূর্ণ অবস্থা ভেঙে দিবে।'

আজ বৈঠকে ছয় দফার ভিত্তিতে কর্মসূচি গ্রহণ করা হয় বলে জানান জাতীয় নাগরিক কমিটির সদস্য আরিফুর রহমান তুহিন।

তিনি জানান, বৈঠকে নেয়া ৬টি দাবির মধ্যে রয়েছে ভারতের সাথে সকল চুক্তি উন্মোচন করতে হবে, অসম ও পরিবেশ বিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে। ভারত-বাংলাদেশের মধ্যে বহমান নদীর পানির ন্যায্য হিস্যার নিশ্চিত করতে হবে। দ্রব্যমূল্যে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে।

এছাড়া গত ১৫ বছরে হিন্দু, বৌদ্ধসহ সকল সম্প্রদায়ের ওপর হামলা ও ভূমি দখলের বিচার নিশ্চিত করতে হবে। পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য স্পষ্ট ভূমিকা নিতে হবে। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি করতে হবে।

এসএস