দেশে এখন
0

জলবায়ু পরিবর্তনের প্রভাবে শীতকালেও ডেঙ্গুর প্রকোপ রয়েছে

সিরডাপ মিলনায়তনে বিপিএমসিএর আলোচনা সভা

জলবায়ুর পরিবর্তনের প্রভাবে শীতকালেও ডেঙ্গুর প্রকোপ দেখা যাচ্ছে, ফলে বছরজুড়েই ডেঙ্গুর দাপটে বাড়ছে প্রাণহানি। এডিস মশার কারণে শুধু ডেঙ্গু নয়, জিকা ভাইরাস এবং চিকুনগুনিয়ার বিষয়ে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা।

আজ (রোববার, ১ ডিসেম্বর) সকালে সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) ডেঙ্গুর ভয়াবহতা ও প্রতিরোধে করণীয় বিষয়ে গণসচেতনতামূলক আলোচনা সভায় এ সব কথা বলেন বক্তারা।

ডেঙ্গুতে শক সিনড্রোমে মৃত্যুর হার বেশি তাই ফ্লুইড ম্যানেজমেন্টের ওপর জোর দেয়ার কথা বলেন তারা। এছাড়া ডেঙ্গু রোগীদের দেরিতে চিকিৎসকদের শরণাপন্ন হওয়ায় প্রাণহানি বাড়ছে বলে জানান বক্তারা।

ডেঙ্গুর জন্য কোনো অ্যান্টিভাইরাল ড্রাগ না থাকায় নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না উল্লেখ করে দ্রুত ভ্যাকসিনের ব্যবস্থার পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে টেকসই পরিকল্পনার তাগিদ দেন বিশেষজ্ঞরা।

এ সময়ে বক্তাদের বক্তব্যে সংশ্লিষ্ট মহলগুলোতে ডেঙ্গু প্রতিরোধের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সময়ও উঠে আসে নানা দুর্নীতির কথা।

এএইচ