তারেক রহমানের সাথে দেখা করতে লন্ডন গেলেন মির্জা ফখরুল

দেশে এখন
0

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে ১০ দিনের সফরে যুক্তরাজ্য গেলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (শনিবার, ৩০ নভেম্বর) সকাল সোয়া ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি।

১০ দিনের এ সফরে বিএনপির বিভিন্ন দলীয় অনুষ্ঠানে অংশ নেয়ার কথা রয়েছে তার। পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথেও বৈঠক করবেন মির্জা ফখরুল।

দেশের চলমান পরিস্থিতি, সংস্কার প্রক্রিয়া, আগামী নির্বাচনসহ বেশকিছু বিষয়ে দুই শীর্ষ নেতার আলোচনা হবে বলে জানা যায়।

সফর শেষে আগামী ১১ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে বিএনপি মহাসচিবের।

এসএস