দেশে এখন
0

ক্যাম্পাসগুলোতে প্রতিনিধিত্বমূলক রাজনীতি চালু করতে হবে: হাসনাত আবদুল্লাহ

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের মতো ভয়ের রাজনীতি আর চায়না ছাত্ররা। ছাত্র সংসদ নির্বাচনই ক্যাম্পাসগুলোতে প্রতিনিধিত্বমূলক রাজনীতি প্রতিষ্ঠা করতে পারে বলে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

দেশের পরিবেশ অস্থিতিশীল করতেও আওয়ামী লীগ এখনো তৎপর রয়েছে, দেশকে অস্থিতিশীল করতে চাইলে তা মোকাবিলায় ৩৪ টি ছাত্র সংগঠন একমত আছে বলেও জানান তিনি।

আজ (বৃহস্পতিবার, ২৭ নভেম্বর) জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখা ও জাতীয় ঐক্যকে সুসংহত করার লক্ষ্যে ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় হাসনাত আবদুল্লাহ ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জরুল ইসলাম সাদিক সায়েম।

এসময় তারা বলেন, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ কোনো যৌক্তিক সিদ্ধান্ত নয় বরং সংস্কারে পক্ষের মত দিয়েছেন সকল ছাত্র সংগঠন।

ইএ