আজ (শনিবার, ২৩ নভেম্বর) রাতে তিনি এ নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কোনো সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণ অন্তর্বর্তী সরকার মেনে নেবে না বলেও জানান তিনি।
প্রেস সচিব শফিকুল আলম জানান, সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে হয়রানি করা হয়েছে বলে জানিয়েছেন বিশিষ্ট সম্পাদক নুরুল কবির। ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার দেশের কোনো সাংবাদিককে হয়রানি বরদাস্ত করবে না।
এর আগে আজ ভোরে ইংরেজি দৈনিক নিউজ এজের সম্পাদক নূরুল কবির ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন।
সেখানে তিনি লিখেছেন, চলতি সপ্তাহে একটি সম্মেলনে যোগ দিতে বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে হয়রানি করে। ফেরার পথেও একই ধরনের পরিস্থিতির শিকার হন তিনি।