নিহত রিচি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী ছিলেন। শহিদ মিনার সংলগ্ন রাস্তায় দুর্ঘটনার পর তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেয়া হয়।
এরপর অবস্থার অবনতি হলে সেখান থেকে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, রিচি রাস্তা ক্রস করছিল, এ সময় দ্রুতগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা ধাক্কা দিলে পাশে থাকা গাছের সঙ্গে সে মাথায় আঘাত পায়।
অন্য আরেক শিক্ষার্থী জানান, ক্যাম্পাসে অটোরিকশা সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে। শুধু প্যাডেল রিকশা থাকবে এবং শাটল বাস চালু করতে হবে। নয়তো এমন মৃত্যু প্রতিনিয়ত আমাদের দেখতে হবে।
দায়িত্বরত ডাক্তার রাকিব আল মাহমুদ শুভ বলেন, ‘আমরা যখন পেয়েছি তখন চোখের মনি ফিক্সড ছিল। তার হার্টবিট পাইনি, আমরা সাথে সাথে ইসিজি করি। তার বুকের উপর ভারী আঘাতের কালচে চিহ্ন ছিল।’
ডিউটি ম্যানেজার সবুজ জানান, সন্ধ্যা ঠিক সাড়ে সাতটায় তাকে এনাম মেডিকেলে নিয়ে আসা হয়। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। তার শরীরে মেজর কোনো ইনজুরি পাইনি। তবে তার দাঁত পুরো মাড়িসহ বের হয়ে এসেছে। সম্ভবত মাথায় পাওয়া আঘাতে তার মৃত্যু হয়েছে।