আজ (শুক্রবার, ১৫ নভেম্বর) গুলশানে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র অ্যাসোসিয়েশন পুসাব এর আয়োজিত আলোচনা সভায় এাব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে আহতদের রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসন ও শহীদ পরিবারের কমপক্ষে একজনকে সরকারি চাকরিতে নিয়োগের আহ্বান জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।
বক্তারা দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকা ও সরকারের ভুল ধরিয়ে দেয়ার প্রতি তাগিদ দেন। স্বাধীন বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিশন গঠন, বাধ্যতামূলক আবাসিক ও পরিবহন ব্যবস্থা করা, দলীয় রাজনীতি নিষিদ্ধ, শিক্ষায় ১৫ শতাংশ কর অব্যাহতি ও স্থায়ী ক্যাম্পাস ছাড়া নতুন কোন বিশ্ববিদ্যালয়কে অনুমোদন না দেয়াসহ ২৫ দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।