বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা থেকে ১৫% কর অব্যাহতি দেয়ার প্রতিশ্রুতি সালাউদ্দিনের

দেশে এখন
0

স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়। সেইসাথে স্বৈরাচার দমন ও দেশের স্বার্থে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এসময় বিএনপি ক্ষমতায় গেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা থেকে ১৫ শতাংশ কর অব্যাহতি দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

আজ (শুক্রবার, ১৫ নভেম্বর) গুলশানে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র অ্যাসোসিয়েশন পুসাব এর আয়োজিত আলোচনা সভায় এাব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে আহতদের রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসন ও শহীদ পরিবারের কমপক্ষে একজনকে সরকারি চাকরিতে নিয়োগের আহ্বান জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।

বক্তারা দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকা ও সরকারের ভুল ধরিয়ে দেয়ার প্রতি তাগিদ দেন। স্বাধীন বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিশন গঠন, বাধ্যতামূলক আবাসিক ও পরিবহন ব্যবস্থা করা, দলীয় রাজনীতি নিষিদ্ধ, শিক্ষায় ১৫ শতাংশ কর অব্যাহতি ও স্থায়ী ক্যাম্পাস ছাড়া নতুন কোন বিশ্ববিদ্যালয়কে অনুমোদন না দেয়াসহ ২৫ দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ইএ