কপ-২৯ এর দ্বিতীয় দিনে মূল সম্মেলনে প্রধান উপদেষ্টা

দেশে এখন
0

আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের কপ-২৯ জলবায়ু সম্মেলনের দ্বিতীয় দিনের মূল সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মূল সম্মেলনে বক্তব্য দেয়ার পাশাপাশি কপের এবারের আসরে আরও অন্তত দুইটি বড় অনুষ্ঠানে বক্তব্য রাখবেন ড. ইউনুস। সম্মেলনে বাংলাদেশের জলবায়ু সংকটের উদ্বেগ তুলে ধরবেন প্রধান উপদেষ্টা, পাশাপাশি চূড়ান্ত ঘোষণায় যাতে বাংলাদেশের দাবি দাওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত হয় সেজন্যও জোর প্রচেষ্টা চালাবেন তিনি।

বাকুতে শুরু হওয়া এই সম্মেলনে অংশ নিয়েছেন প্রায় দুইশ'টি দেশের সরকার ও রাষ্ট্র প্রধানরা। তবে দূষণের জন্য বেশি দায়ী এমন অনেক দেশই এবার সম্মেলনে অংশ নিচ্ছে না। অংশ নিচ্ছেন না নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জাতিসংঘ জানায়, ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছরের রেকর্ডকে ছাড়িয়ে যাবে ২০২৪। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর প্রতিদিন প্রায় ১০০ কোটি ডলার প্রয়োজন। অথচ পাচ্ছে মাত্র সাড়ে ৭ কোটি ডলার।

ইএ