দেশে এখন
0

বিপ্লবী সরকার গঠন না করে ভুল হয়েছে: মাহমুদুর রহমান

‘ড. ইউনূসের রাষ্ট্রপতি ও সরকার প্রধানের দায়িত্ব নেয়া উচিত’

বিপ্লবী সরকার গঠন না করে ভুল হয়েছে বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আজ (শনিবার, ৯ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নাগরিক ফোরাম আয়োজিত ‘সংবিধান অনুলিখন না সংশোধন’ বিষয়ক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, ‘বিপ্লবী সরকার গঠন না করে ভুল হয়েছে; সেই ভুল এখনই সংশোধন করে ড. ইউনূসের রাষ্ট্রপতি ও সরকার প্রধানের দায়িত্ব নেয়া উচিত।’

এসময় বাস্তবতা উপলব্ধি করে বর্তমানে রাজনৈতিক দলগুলোকে এই সংবিধান থেকে বেরিয়ে আসারও আহবান জানান মাহমুদুর রহমান। বলেন, ‘সংসদ এবং রাষ্ট্রপতি নির্বাচনও জনগণের ভোটে হতে হবে।’

একের পর এক ভুয়া নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা দেশে স্বৈরশাসন কায়েম করেছে উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, এর পুনরাবৃত্তি যাতে আর না হয় সেজন্য জনগণকেও সতর্ক থাকতে হবে।

এএইচ