এ সময় চাকরিপ্রত্যাশীরা অভিযোগ করেন, গত ৩০ অক্টোবর তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হামলায় অনেকেই আহত হয়েছেন।
হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, শেখ হাসিনা সরকার সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ না করে টালবাহানা করেছে। এ কারণে ছাত্র সমাজ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
৩২ নয়, সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবি মেনে নিতে এসময় অন্তর্বর্তী সরকারকে অনুরোধ জানান তারা।