দেশে এখন
0

চাকরিতে বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের মানববন্ধন

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে মানববন্ধন করেছেন চাকরি প্রত্যাশীরা। আজ (শুক্রবার, ৮ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন করা হয়।

এ সময় চাকরিপ্রত্যাশীরা অভিযোগ করেন, গত ৩০ অক্টোবর তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হামলায় অনেকেই আহত হয়েছেন।

হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, শেখ হাসিনা সরকার সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ না করে টালবাহানা করেছে। এ কারণে ছাত্র সমাজ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

৩২ নয়, সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবি মেনে নিতে এসময় অন্তর্বর্তী সরকারকে অনুরোধ জানান তারা।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর