দেশে এখন
0

‘সাংবাদিকদের নামে ডিজিটাল সিকিউরিটি আইনের সব মামলা বাতিল হবে’

ডিজিটাল সিকিউরিটি আইনে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা বাতিল হয়ে যাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। আজ (শুক্রবার, ৮ নভেম্বর) রাতে ঢাকা ক্লাবে ডিআরইউ-দেশ টিভি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, ‘ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল হওয়ায় এ আইনে হওয়া সাংবাদিকদের বিরুদ্ধে সব মামলা বাতিল হয়ে যাবে।’

অন্যদিকে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘সাংবাদিকরা যাতে নির্ভয়ে কাজ করতে পারে তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকার সজাগ রয়েছে।’

চলতি বছর ডিআরইউ-দেশ টিভি অ্যাওয়ার্ডে মোট ১১টি পুরস্কার দেয়া হয়েছে। প্রিন্ট মিডিয়া রিপোর্টিংয়ের জন্য ৩টি, টেলিভিশন রিপোর্টিংয়ের জন্য ৩টি এবং অনলাইন রিপোর্টিংয়ের জন্য ৩টি পুরস্কার দেয়া হয়েছে।

প্রতিটি ক্যাটাগরিতে প্রথম পুরস্কারের মূল্যমান ১ লাখ টাকা, ২য় পুরস্কারের মূল্যমান ৭৫ হাজার টাকা এবং ৩য় পুরস্কারের মূল্যমান ৫০ হাজার টাকা।

এছাড়া ‘মুক্তিযুদ্ধ’ বিষয়ক রিপোর্টিংয়ের জন্য ১টি পুরস্কার এবং রেডিও রিপোর্টিংয়ের জন্য ১টি পুরস্কার দেয়া হয়েছে যার মূল্যমান ১ লাখ টাকা।

অর্থের সাথে প্রতিটি পুরস্কারে সম্মাননাপত্র ও ক্রেস্ট দেয়া হয়। পরে পুরস্কার পাওয়া সাংবাদিকদের হাতে নগদ চেক ও ক্রেস্ট তুলে দেয়া হয়।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর