রাজধানীর একটি মিলনায়তনে 'বোস-আইনস্টাইন পরিসংখ্যানের শতবর্ষ উদযাপন: ঢাকার উত্তরাধিকার'-এর উদ্বোধনী অনুষ্ঠানে আজ (বৃহস্পতিবার, ৭ নভেম্বর) তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, 'বিংশ শতাব্দীতে পদার্থবিদ্যার বৈপ্লবিক পরিবর্তন আনে কোয়ান্টাম থিওরি। কালের পরিক্রমায় সত্যেন বোসের এ আবিষ্কার ম্লান হয়ে যায় নি। তার আবিষ্কার বিজ্ঞান ইতিহাসের অংশ হয়ে গেছে। সারাবিশ্বে বসুর আবিষ্কার নিয়ে গবেষণা চলছে।'
ড. ইউনূস বলেন, ‘ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে দেশকে নতুনভাবে গড়ার প্রয়াস নিয়েছি। বিশ্ববিদ্যালয়কে তার যথাযথ চর্চায় পুনঃপ্রতিষ্ঠিত করতে চাই। বিপ্লবের মাধ্যমে ছাত্র-শিক্ষক সমাজ আবার চিন্তার স্বাধীনতা ও মুক্তবুদ্ধির চর্চা ফিরে পেয়েছে।’
তিনি বলেন, ‘উচ্চ শিক্ষার পরিবেশ তৈরি করতে অন্তর্বর্তী সরকার সব সংস্কার করতে প্রস্তুত। বিশ্বের কাছে যেন যেতে না হয়, বিশ্ব যেন আমাদের কাছে আসে।’