দেশে এখন
0

ময়মনসিংহে সিএনজি ফিলিং স্টেশনে ভয়াবহ আগুনে নিহত ২, দগ্ধ ৭

ময়মনসিংহে একটি এলপিজি ও সিএনজি স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় সিএনজি নিতে আসা একটি প্রাইভেটকারে আগুন লেগে ঘটনাস্থলে এক চালক এবং হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ এক পথচারী মারা যান। দগ্ধ সিএনজি চালক, যাত্রী ও পাম্পের কর্মচারীসহ ৭ জনের মধ্যে ২ জন ময়মনসিংহ মেডিকেলে এবং ৫ জন ঢাকায় চিকিসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, আজ (সোমবার, ৪ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর রহমতপুর বাইপাস এলাকার ইন্ট্রাকো এলপিজি ফিলিং স্টেশনে ট্যাংকলরি থেকে এলপিজি আনলোডের সময় লিকেজ দিয়ে গ্যাস ছড়িয়ে পাশের আজহার সিএনজি ও পেট্রোলিয়াম কনভারসন পাম্পসহ আশপাশের এলাকায়।

কিছুক্ষণের মধ্যেই হঠাৎ আগুন লেগে যায় পুরো এলাকায়। আগুনে পুড়ে গ্যাস নিতে আসা কয়েকটি যানবাহনে বিস্ফোরণও ঘটে। ঘটনাস্থলেই পুড়ে মারা যান প্রাইভেটকারের এক চালক হিমেল। রহমতপুর এলাকায়ই তার বাড়ি।

গুরুতর অবস্থায় ৮ জনকে উদ্ধার করে নেয়া হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ আব্দুল কুদ্দুছ (৮৫) নামে এক পথচারী মারা যান। নগরীর রহমতপুর এলাকায় তার বাড়ি। আহত ৭ জনের মধ্যে ৫ জনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। এদের সবাই আশংকাজনক বলে জানান চিকিৎসক।

ময়মনসিংহ ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত উপ-পরিচালক জানান, ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় বিকেল সাড়ে ৪টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। পুড়ে যায় বেশ কয়েকটি যানবাহনসহ এলপিজি ও সিএনজি ফিলিং স্টেশনের গুরুত্বপূর্ণ জিনিসপত্র এবং পাশের বেশকয়েকটি দোকান। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ঠিক কীভাবে আগুনের সূত্রপাত তা তদন্তের পর বলা যাবে।

এদিকে আগুনের খবর পেয়ে তিতাস গ্যাসের কর্মকর্তারা দ্রুত গ্যাস লাইন বন্ধ করেন। এতে ময়মনসিংহের কিছু এলাকা ও মুক্তাগাছা উপজেলায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। তিতাস গ্যাস ময়মনসিংহের ডিজিএম সুরঞ্জিত কুমার দে বলেন, এলপিজি আনলোডের সময় লিকেজে গ্যাস ছড়িয়ে আগুনের সূত্রপাত হয়েছে। পর্যায়ক্রমে সব এলাকার গ্যাস লাইন স্বাভাবিক হবে।

এদিকে ঘটনাস্থলে গিয়ে পুরো কার্যক্রম তদারকি করেন জেলা প্রশাসক মুফিদুল আলম। তিনি জানান, এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। পাশাপাশি এলপিজি ও সিএনজি ফিলিং স্টেশনের লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করা হবে।

এদিকে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়ে আগুন নির্বাপনে সমস্যায় পরে ফায়ার সার্ভিস। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেনাবাহিনীর তৎপরতায় প্রায় চার ঘণ্টা পর ময়মনসিংহ - মুক্তাগাছা সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এএম