উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন করেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম।
শপথ গ্রহণ প্যারেডে প্রধান অতিথি বাংলাদেশ সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সাজসজ্জায় সজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। সেই সঙ্গে তিনি সাফল্যের সাথে প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য রিক্রুটদের প্রতি অভিনন্দন জ্ঞাপন এবং কর্মজীবনে তাদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
কঠোর প্রশিক্ষণ শেষে এই কুচকাওয়াজের মাধ্যমে একদল তরুণ রিক্রুট সিগন্যালস কোর এ নবীন সৈনিক হিসেবে যোগদান করবেন। চলতি বছর সব বিষয়ে শ্রেষ্ঠ রিক্রুট হিসেবে বিবেচিত হন রিক্রুট নূর মোহাম্মদ। এর আগে জিওসি ৫৫ পদাতিক ডিভিশন প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান কমান্ড্যান্ট, সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল, যশোর।
রিক্রুট ব্যাচ ২০২৪ এর ‘সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ’ অনুষ্ঠানে যশোর ও খুলনা অঞ্চলের ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, জেসিও, অন্যান্য পদবির সৈনিকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং প্রশিক্ষণ সম্পন্নকারী রিক্রুটগণের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ করেন।—বিজ্ঞপ্তি