আজ (বৃহস্পতিবার, ৩১ অক্টোবর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ বিএনপি চেয়ারপারসনের মামলাটি শুনানি শেষে রুল নিষ্পত্তি করে বাতিল করে দেন। খালেদা জিয়ার পক্ষে মামলার শুনানি করেন ব্যারিস্টার মাহবু্ব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল।
২০১৭ সালে রাজধানীর দারুস সালাম থানায় গাড়িতে আগুন দেয়ার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে একটি মামলা করা হয়। সাতবছর ধরে হাইকোর্টে মামলার বিচারকাজ স্থগিত ছিল। এসব মামলায় জামিনে ছিলেন খালেদা জিয়া।