দেশে এখন
0

শনিবারের মধ্যে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন না হলে রোববার থেকে গণঅনশন

সাত কলেজ শিক্ষার্থীদের কর্মসূচি ঘোষণা

আগামী শনিবারের (২ নভেম্বর) মধ্যে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন না হলে পরদিন (রোববার, ৩ নভেম্বর) থেকে গণঅনশনসহ কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ৭ কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ (বুধবার, ৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর সাইন্সল্যাবে শিক্ষার্থীদের পক্ষে এ কর্মসূচির ঘোষণা দেন ঢাকা কলেজের সমন্বয়ক আব্দুর রহমান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে আলাদা হয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি নিয়ে গত ২১ অক্টোবর থেকে আন্দোলনে নেমেছে ৭ কলেজের শিক্ষার্থীরা।

এরই অংশ হিসেবে আজ সকাল থেকে রাজধানীর সাইন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলনরত শিক্ষার্থীরা। দিনভর বিভিন্ন স্লোগান আর দাবি জানিয়ে ওই এলাকায় তারা অবস্থান নেয়। এতে সাইন্সল্যাবসহ আশপাশের এলাকায় যান চলাচল স্থবির হয়ে পড়ে।

রাজধানীর সাইন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচিতে সাত কলেজের শিক্ষার্থীরা। ছবি: এখন টিভি

বিকেল ৫টার দিকে নতুন কর্মসূচি হিসেবে শুরুতে বলা হয়, দাবি আদায় না হলে রোববার ফের সাইন্সল্যাবে ব্লকেড কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা। এরই কিছুক্ষণ পর আনুষ্ঠানিকভাবে সাত কলেক শিক্ষার্থীদের পক্ষে নতুন কর্মসূচি ঘোষণা দেন আন্দোলনে ঢাকা কলেজের সমন্বয়ক হিসেবে দায়িত্ব থাকা আব্দুর রহমান।

তিনি বলেন, ‘স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আগামী শনিবার পর্যন্ত অনলাইনে প্রচারণা চালাবে শিক্ষার্থীরা। এর মধ্যে কমিশন গঠন না হলে রোববার থেকে গণঅনশনসহ কঠোর কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা।’

নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে সড়ক ছেড়ে দেয়ার পর সাইন্সল্যাবসহ আশপাশের এলাকায় যান চলাচল অনেকটা স্বাভাবিক হয়।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর