রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ তুলে ধরতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান

দেশে এখন
0

মাফিয়াতন্ত্র বহাল রাখার জন্য নির্বাচন নয়, রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ তুলে ধরার জন্য অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছে সংগঠন 'রক্তিম জুলাই ২০২৪'। জুলাই বিপ্লবে আহতের তালিকা করে দ্রুত সব ধরনের চিকিৎসা সেবা নিশ্চিত করা ও হতাহতদের রাষ্ট্রীয় সম্মাননাসহ সাত দাবি তুলে ধরে গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের কল্যাণে নিয়োজিত এই সংগঠন। এদিকে গণঅভ্যুত্থানে আহত সরকারি-বেসরকারি সকল শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বেতন ও টিউশন ফি মওকুফ করেছে শিক্ষা মন্ত্রণালয়। যাদের রক্তের উপর দাঁড়িয়ে গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের উন্নত চিকিৎসা এখনও আটকে আছে নানা কারণে।

ডাক্তারের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য আবু বকরকে সিংগাপুর নেয়া প্রয়োজন। তবু যাওয়া হয়ে উঠেনি এখন।

অষ্টম শ্রেণির তামিমের পায়ে গুলি নিয়ে যায় হাসপাতালে, তাদের অবহেলায় পচন ধরে পায়ে। আর আট দিন পার করার পর কেটে ফেলতে হয় ডান পা।

এ জুলাই বিপ্লবে আহতদের অনেকেই এখনও উন্নত চিকিৎসা ও ওষুধের অভাবে ভুগছে। আহতদের সংগঠন ‘রক্তিম জুলাই ২৪’ এর পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে দাবি জানানো হয়, তালিকা করে দ্রুত সব ধরনের চিকিৎসা সেবা নিশ্চিত করার।

রক্তিম জুলাই ২৪ এর আহ্বায়ক সাইফুদ্দিন মুহাম্মদ ইমদাদ বলেন, ‘জুলাই বিপ্লকে শহীদ, আহত ও নিহতদের তথ্য রাষ্ট্রীয় তত্ত্বাবধানে অতি শিগগিরই গ্যাজেট আকারে প্রকাশ করতে হবে। শহীদ ও আহতদের রাষ্ট্রীয় সম্মানান ও পদবী দিতে হবে অনতিবিলম্বে।’

এছাড়াও আহতদের এবং শহীদ পরিবারের পুনর্বাসন, কর্মসংস্থান, ক্ষতিপূরণ বিষয়ে সরকারকে নভেম্বরের মধ্যে সকল কার্যক্রম নিশ্চিত করাসহ সাত দাবি জানানো হয় এ সংবাদ সম্মেলনে।

সাইফুদ্দিন মুহাম্মদ ইমদাদ বলেন, সরকারকে আগামী দশ কর্মদিবসের মধ্যে আহতদের উন্নত চিকিৎসার জন্য একসাথে প্রয়োজনীয় সব স্বাস্থ্য সেবা অর্থোপেডিক, ফিজিওথেরাপি, চক্ষু, নিউরোলজি, জেনারেল সার্জারি, মেডিসিন বিভাগের সমন্বয় করে দেশ-বিদেশের বিশেষজ্ঞদের দিয়ে একটি বিশেষায়িত সরকারি হাসপাতালের মাধ্যমে কার্যক্রম শুরু করতে হবে।’

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ তিনশো পরিবারকে এক লাখ করে টাকা সহায়তা করেছে আস সুন্নাহ ফাউন্ডেশন।

ছাত্র আন্দোলনে আহত ১ হাজার ৪৬৯ জনকে, ৪ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকা চিকিৎসা সহায়তা দিয়েছে আস সুন্নাহ ফাউন্ডেশন। আগামী দিনেও এই পরিবারের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস তাদের।

এদিকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তার সন্তান নাসিব হাসান রিয়ানের স্মরণে সচিবালয়ে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ জনস্মৃতিতে ধরে রাখতে সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানান তথ্য উপদেষ্টা।

তিনি বলেন, ‘এইযে এক হাজার-দেড় হাজার শহীদ পরিবার এবং ২০-২৫ হাজার আহত, আমাদের এইযে ১৮ কোটি মানুষ, তারা যদি এ কয়টা মানুষের দায়িত্ব নিতে না পারি, তাদের ভবিষ্যতের নিশ্চয়তা যদি দিতে না পারি তাহলে এটা আমাদের পুরো বাংলাদেশের ব্যর্থতা। কিন্তু কোথাও কোথাও মনে হচ্ছে তারা সে নিশ্চয়তা পাচ্ছে না, তাদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে।’

অন্যদিকে গণঅভ্যুত্থানে আহত মাধ্যমিক হতে বিশ্ববিদ্যালয় পর্যায়ের সব প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বেতন ও টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এসএস

শিরোনাম
সংস্কার আর নির্বাচন আলাদা নয়, তাই দুটোই চলবে, ঐকমত্যে পৌঁছানো সংস্কার ধরেই নির্বাচনে যেতে হবে: মির্জা ফখরুল
ভিন্ন পন্থায় ক্ষমতায় থাকার চেষ্টা রুখবে জনগণ: আমীর খসরু মাহমুদ চৌধুরী; নির্বাচন দিয়ে রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেয়ার আহ্বান
আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে দাঁড়াতে দেয়া হবে না, গুমে জড়িতদের বিচার হবেই: উপদেষ্টা মাহফুজ আলম
দলমত-নির্বিশেষে সবাই মিলে মানবিক বাংলাদেশ গড়তে চায় জামায়াতে ইসলামী: ডা. শফিকুর রহমান
ভূমিকম্প পরবর্তী উদ্ধারকাজে সহায়তার জন্য মিয়ানমারে গিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল
সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ৮টি গ্রাম প্লাবিত, পানিবন্দী ৫০ হাজার গ্রামবাসী
মাদারীপুরে ৪, গাজীপুরে পুলিশ কনস্টেবলসহ সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৯
লক্ষ্মীপুর সদরে আধিপত্য বিস্তার নিয়ে দু'পক্ষের গোলাগুলিতে শিশু গুলিবিদ্ধ
মালয়েশিয়ার কুয়ালালামপুরে গ্যাস পাইপলাইন বিস্ফোরণে আহত বেড়ে ১৪৫, হাসপাতালে চিকিৎসাধীন অর্ধশতাধিক, বাংলাদেশি হতাহতের তথ্য নেই
থাইল্যান্ডের ব্যাংককে ভূমিকম্পে ভবন ধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ২১, নিখোঁজ অন্তত ৭৫
মিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ২ হাজার ৭০০ ছাড়িয়েছে
আইপিএল: লখনৌ সুপার জায়ান্টসকে ৮ উইকেটে হারিয়েছে পাঞ্জাব কিংস
সংস্কার আর নির্বাচন আলাদা নয়, তাই দুটোই চলবে, ঐকমত্যে পৌঁছানো সংস্কার ধরেই নির্বাচনে যেতে হবে: মির্জা ফখরুল
ভিন্ন পন্থায় ক্ষমতায় থাকার চেষ্টা রুখবে জনগণ: আমীর খসরু মাহমুদ চৌধুরী; নির্বাচন দিয়ে রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেয়ার আহ্বান
আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে দাঁড়াতে দেয়া হবে না, গুমে জড়িতদের বিচার হবেই: উপদেষ্টা মাহফুজ আলম
দলমত-নির্বিশেষে সবাই মিলে মানবিক বাংলাদেশ গড়তে চায় জামায়াতে ইসলামী: ডা. শফিকুর রহমান
ভূমিকম্প পরবর্তী উদ্ধারকাজে সহায়তার জন্য মিয়ানমারে গিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল
সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ৮টি গ্রাম প্লাবিত, পানিবন্দী ৫০ হাজার গ্রামবাসী
মাদারীপুরে ৪, গাজীপুরে পুলিশ কনস্টেবলসহ সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৯
লক্ষ্মীপুর সদরে আধিপত্য বিস্তার নিয়ে দু'পক্ষের গোলাগুলিতে শিশু গুলিবিদ্ধ
মালয়েশিয়ার কুয়ালালামপুরে গ্যাস পাইপলাইন বিস্ফোরণে আহত বেড়ে ১৪৫, হাসপাতালে চিকিৎসাধীন অর্ধশতাধিক, বাংলাদেশি হতাহতের তথ্য নেই
থাইল্যান্ডের ব্যাংককে ভূমিকম্পে ভবন ধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ২১, নিখোঁজ অন্তত ৭৫
মিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ২ হাজার ৭০০ ছাড়িয়েছে
আইপিএল: লখনৌ সুপার জায়ান্টসকে ৮ উইকেটে হারিয়েছে পাঞ্জাব কিংস