রক্তিম-জুলাই-২০২৪

রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ তুলে ধরতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান

মাফিয়াতন্ত্র বহাল রাখার জন্য নির্বাচন নয়, রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ তুলে ধরার জন্য অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছে সংগঠন 'রক্তিম জুলাই ২০২৪'। জুলাই বিপ্লবে আহতের তালিকা করে দ্রুত সব ধরনের চিকিৎসা সেবা নিশ্চিত করা ও হতাহতদের রাষ্ট্রীয় সম্মাননাসহ সাত দাবি তুলে ধরে গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের কল্যাণে নিয়োজিত এই সংগঠন। এদিকে গণঅভ্যুত্থানে আহত সরকারি-বেসরকারি সকল শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বেতন ও টিউশন ফি মওকুফ করেছে শিক্ষা মন্ত্রণালয়। যাদের রক্তের উপর দাঁড়িয়ে গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের উন্নত চিকিৎসা এখনও আটকে আছে নানা কারণে।