দেশে এখন
0

ফেনীতে ১ কোটি ২ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ

ফেনীর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ২ লাখ ৩৩ হাজার ৫০০ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবির ফেনী ব্যাটালিয়ন। গতকাল (শুক্রবার) ও আজ (শনিবার) ছাগলনাইয়া ও পরশুরাম সীমান্তের পৃথক স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেন বিজিবি।

জব্দ হওয়া পণ্যের মধ্যে ভারতীয় অবৈধ বিভিন্ন প্রকার শাড়ি, থ্রি-পিস, লেহেংগা, কাশ্মীরি শাল এবং মদ রয়েছে। আজ বিজিবি -৪ ফেনী ব্যাটেলিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজিবির সূত্র জানায়, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর ছাগলনাইয়া, মধুগ্রাম, চম্পকনগর, দেবপুর, যশপুর, খেজুরিয়া এবং জয়ন্তীনগর বিওপির বিজিবি সদস্যগণ রাতভর চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা কর।

এসময় ছাগলনাইয়া উপজেলার লম্বাটিলা, টিলাপাড়া, ছয়ঘড়িয়া এবং পরশুরাম উপজেলার মহেশ পুস্কুরনী নামক সীমান্তবর্তী স্থান হতে ভারতীয় অবৈধ বিভিন্ন প্রকার শাড়ি, থ্রিপিস, লেহেংগা, কাশ্মীরি শাল এবং মদ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ২ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা।

বিজিবি ফেনী ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলার সীমান্ত এলাকায় নিয়মিত টহলের সময় এসব অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে অপরাধীরা মালামাল রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’

জব্দকৃত মালামাল ফেনী কাস্টমস ও মাদকদ্রব্য অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে। এছাড়া সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এএইচ