আজ (শুক্রবার, ১৮ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জিয়াউর রহমানের স্মরণে প্রতিষ্ঠিত জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুক্তরাজ্য থেকে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘দেশের সকল মানুষ দুর্বিষহ অবস্থায় আছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাগামহীন, যা দুঃখজনক।’
মানুষকে কষ্টে রেখে কোনো উদ্যোগ সফল হবে না বলে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। কল্যাণময় রাষ্ট্র গঠনে স্বেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘ষড়যন্ত্রের বিষদাঁত উপড়ে ফেলতে না পারলে সফলতা পাওয়া যাবে না। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের গরমিল কথাবার্তা জনমনে প্রশ্ন তৈরি করে।’
অন্তর্বর্তীকালীন সরকারকে দেশের জনগণ আরো কার্যকরী দেখতে চায় বলে মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের সমালোচনা করে তারেক রহমান বলেন, ‘আওয়ামী লীগের শাসনামলের জবরদখলকারীদের দূর করতে সরকারের উদ্যোগ নেয়া উচিত। রাষ্ট্র ও নাগরিক যার যার জায়গা থেকে সঠিক কার্যক্রম পালন করলেই সুন্দর রাষ্ট্র পাওয়া যাবে।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে দেশে বৈপ্লবিক পরিবর্তন এসেছিল।’ ঐক্যের রাজনীতি দিয়ে বাংলাদেশে দৃষ্টান্ত তৈরি করেছিলেন জিয়াউর রহমান বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘দেশের ছাত্র সমাজকে দায়িত্ববোধ মনে রাখতে হবে।’ লেখাপড়ায় মনোযোগ দিয়ে ভবিষ্যতে নেতৃত্বে আসতে হবেও বলে জানান তিনি।