যতক্ষণ পর্যন্ত এসব বিচারপতিদের অপসারণ করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা হাইকোর্টে অবস্থান করবেন বলেও জানান। এসময় বক্তব্য রেখেছেন, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলমসহ বেশ কয়েকজন সমন্বয়ক। এসময় কয়েকজন আহত আন্দোলনকারীও বক্তব্য রেখেছেন।
শিক্ষার্থীরা এখনো আদালত চত্বরে অবস্থান করছেন। এ সময় বিচারপতিদের পদত্যাগের দাবিতে বিভিন্ন রকম স্লোগান দেয় আন্দোলনকারীরা। একইসঙ্গে সকাল থেকে বিএনপিপন্থী আইনজীবীরা বিচারপতিদের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।
এর আগে গতকাল (মঙ্গলবার) রাতে তাদের ফেসবুকে ওয়ালে দুই সমন্বয়ক লেখেন, ‘আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে আগামীকাল (আজ) বেলা ১১টায় হাইকোর্ট ঘেরাও কর্মসূচি। বেলা ১১টায় রাজু ভাস্কর্যে জড়ো হয়ে সেখান থেকে একসঙ্গে হাইকোর্ট অভিমুখে যাত্রা। আবারো কালো শকুনদের উৎখাত করতে রাজপথ প্রকম্পিত হবে।’