দেশে এখন
0

পূজার পর সাড়াশি অভিযান চালাবে পুলিশ: আইজিপি

পূজার পর পুলিশ সাড়াশি অভিযান চালাবে বলে কঠোর হুশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। আজ (শনিবার, ১২ অক্টোবর) রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শনে এসে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘পূজাকে কেন্দ্র করে এখন পর্যন্ত বড় কোন দুর্ঘটনা নেই। বিচ্ছিন্নভাবে সারা বাংলাদেশে ৪৩টা ঘটনা ঘটেছে পূজামণ্ডপে । এ নিয়ে ১৪টি মামলা এবং ৩৬টি জিডি হয়েছে।’ 

মো. ময়নুল ইসলাম বলেন, ‘আগামীকাল বিজয় দশমী ঘিরে নির্ধারিত স্থানগুলোয় বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘যারা অপতৎপরতা চালাতে চায়, তারা মুষ্টিমেয়।’ অপরাধ করে কেউই পার পাবে না বলেও এ সময় কঠোর হুশিয়ারি দেন তিনি।

সাড়াশি অভিযান চালানোর ঘোষণা দিয়ে পুলিশ মহাপরিদর্শক বলেন, ‘আমরা পূজার পর ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপসহ মাদক এবং ট্রাফিক ব্যবস্থাপনা সবগুলো নিয়ে সরাসরি অভিযান শুরু করব। মাঝে মাঝে আপনাদের যে শঙ্কা তৈরি হয় এবং আমাদের কাছে যে অভিযোগ আসে আমরা সেগুলোকে আমলে নিতে চাই। আমরা যেন আইন-শৃঙ্খলা অবনতির ঘটনাগুলো প্রতিহত করতে পারি।’

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর