দেশে এখন
0

দীপ্ত টিভির কর্মকর্তা তামিম হত্যা: পাঁচ আসামির চার দিনের রিমান্ড

হাতিরঝিল মহানগর প্রজেক্ট এলাকায় দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিমকে পিটিয়ে হত্যার অভিযোগে হাতিরঝিল থানায় করা মামলায় আটক পাঁচ আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ (শুক্রবার, ১১ অক্টোবর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন।

এর আগে তাদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক তাদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে হাতিরঝিল মহানগর প্রজেক্ট এলাকায় দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম তামিমকে পিটিয়ে হত্যার ঘটনায় পাঁচজনকে আটক করেছে হাতিরঝিল থানা-পুলিশ। গতকাল (বৃহস্পতিবার) ঘটনাস্থল থেকেই এক ইঞ্জিনিয়ারসহ তিনজনকে আটক করা হয়। পরে আরো দুইজনকে আটক করে পুলিশ।

ফ্ল্যাটের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যার ঘটনায় ১৬ জনকে আসামি করা হয়। মামলার তথ্যসূত্রে জানা যায়, প্লিজেন্ট প্রপার্টি কোম্পানির মালিক বিএনপি নেতা শেখ রবিউল আলম রবি এই মামলার ৩ নম্বর আসামি।

পুলিশ ও নিহত তানজিলের পরিবার জানায়, গতকাল সকালে একটি ফ্ল্যাটের সংস্কারকাজ করার সময় আবাসন প্রতিষ্ঠানের কর্মীরা তানজিল এবং তার পরিবারের সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে আবাসন প্রতিষ্ঠানের কর্মী, তাঁদের সঙ্গে আসা ভাড়াটে সন্ত্রাসীরা তানজিল ও তাঁর বাবা সুলতান আহমেদের ওপর হামলা করেন। এতে তানজিলের মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, মহানগর প্রজেক্টে তানজিলের বাবা সুলতান আহমেদসহ তিনজন বাড়ি করার জন্য আবাসন প্রতিষ্ঠান প্লিজেন্ট প্রপার্টিকে জমি দিয়েছিলেন। সেই জমিতে ৯ তলা ভবন তৈরি করা হয়।

সুলতান আহমেদের পাঁচটি ফ্ল্যাট পাওয়ার কথা ছিল। ২০২৩ সালে আবাসন প্রতিষ্ঠান তাঁদের দুটি ফ্ল্যাট হস্তান্তর করে। কিন্তু বাকি তিনটি ফ্ল্যাট দিতে গড়িমসি শুরু করে। এ নিয়ে অনেক দিন ধরেই ঝামেলা চলছিল।

একপর্যায়ে সুলতান আহমেদকে আটতলার একটি ফ্ল্যাট নিজেদের টাকায় সংস্কার করতে বলে আবাসন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। গতকাল বুধবার ওই ফ্ল্যাট সংস্কার করতে গেলে প্রতিষ্ঠানের লোকজন বাধা দেন।

এরপর গতকাল (বৃহস্পতিবার) সকালে আবার কাজ শুরু করলে আবাসন প্রতিষ্ঠানের কর্মী এবং ভাড়াটে ব্যক্তিরা তানজিল ও তার বাবার ওপর হামলা করে। এ সময় তানজিলের অবস্থা গুরুতর হয়ে পড়লে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।

ইএ