দেশে এখন
0

বীর মুক্তিযোদ্ধা কর্পোর‌্যাল (অব.) মো. রুস্তম আলীর ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত

স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা এবং কিলো ফ্লাইটের সদস্য কর্পোর‌্যাল (অব.) মো. রুস্তম আলী বীর প্রতীকের ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১০ অক্টোবর) বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক প্যারেড গ্রাউন্ডে মরহুমের ফিউনারেল প্যারেড এবং প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিন সকাল ৮ টা ৫০ মিনিটে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা, দুই পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ, এনডিসি, এফএডব্লিউসি, পিএসসি মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। এছাড়াও অনুষ্ঠানে মরহুমের পরিবারের সদস্য, বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অন্যান্য পদবির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ফিউনারেল প্যারেড শেষে বীর মুক্তিযোদ্ধা কর্পোর‌্যাল (অব.) মো. রুস্তম আলী, বীর প্রতীককে দ্বিতীয় নামাজে জানাজা শেষে নিজ গ্রাম ঘোড়ামারা, সীতাকুন্ডে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা কর্পোর‌্যাল (অব.) মো. রুস্তম আলী, বীর প্রতীক মুক্তিযুদ্ধে কিলো ফ্লাইটে অটার বিমানের ‘এয়ার গানার’ হিসেবে যোগ দেন। ১৯৭১ সালের ৩ ডিসেম্বর চট্টগ্রাম বিমানবন্দর, বিমান ঘাঁটি, অয়েল রিফাইনারি, সমুদ্রবন্দর এলাকায় রকেটের গোলানিক্ষেপ, মেশিন গানের গুলিবর্ষণ ও বোমা হামলা পরিচালনায় তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বর্তমান ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বিভিন্ন স্থানে, সিলেটের বিভিন্ন অঞ্চল ও নারায়ণগঞ্জের অয়েল ট্যাংকার হামলায় এয়ার গানার হিসেবে তিনি বীরত্ব ও কৃতিত্বের স্বাক্ষর রাখেন। উল্লেখ্য, মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক তাকে ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত করা হয়। — বিজ্ঞপ্তি

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর