শহীদ মিনারের তালা ভেঙে শ্রদ্ধা জানালেন মুক্তিযোদ্ধারা

এখন জনপদে
0

মহান স্বাধীনতা দিবসে শহীদ মিনারের তালা ভেঙে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন সুনামগঞ্জের মুক্তিযোদ্ধারা। আজ (বুধবার, ২৬ মার্চ) দুপুরে পৌর শহরের ডিএস রোডের পুরাতন শহীদ মিনারের গেটের তালা ভেঙে প্রবেশ করেন এবং শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন মুক্তিযোদ্ধারা।

খোঁজ নিয়ে জানা যায়, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সুনামগঞ্জের মুক্তিযোদ্ধারা বুধবার দুপুরে একত্রিত হয়ে পৌর শহরের ডিএস রোড এলাকায় পুরাতন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে যান। সেখানে গিয়ে দেখেন শহীদ মিনারটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে।

এতে সেখানে থাকা মুক্তিযোদ্ধারা ক্ষুব্ধ হয়ে একটি বড় পাথর দিয়ে সামনের গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন এবং মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান।

সুনামগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বলেন, ‘মহান স্বাধীনতা দিবসে শহীদ মিনারে তালা সত্যি দুঃখজনক। আমরা মুক্তিযোদ্ধারা বাধ্য হয়েই তালা ভেঙ্গে শহীদ মিনারে প্রবেশ করে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছি।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূরুল মোমেন বলেন, ‘শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে দেখি শহীদ মিনারের গেটে তালা দেয়া। এটি বর্তমানে পৌর প্রশাসনের দায়িত্বে রয়েছে। তবে মহান স্বাধীনতা দিবসে শহীদ মিনারে তালা দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছি।’

সুনামগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিম বলেন, ‘স্বাধীনতা দিবসে স্মৃতিস্তম্ভে ফুল দেওয়া হবে, তাই পুরাতন শহীদ মিনার বন্ধ রাখা হয়। সবাইকে জানাতে হবে স্বাধীনতা ও বিজয় দিবসে শ্রদ্ধা জানানোর স্থান স্মৃতিস্তম্ভ।’

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর সুনামগঞ্জের জেলা শিল্প কলা একাডেমির পাশে নবনির্মিত নতুন আরেকটি কেন্দ্রীয় শহীদ মিনারের শুভ উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তারপর ওই ডিএসরোড এলাকার পুরাতন এই শহীদ মিনারটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। তবে দেশ স্বাধীনের পর প্রথম এই শহীদ মিনারটি নির্মাণ করেন সুনামগঞ্জের মুক্তিযোদ্ধারা।

এএইচ