দেশে এখন
0

শেখ হাসিনার অবস্থান জানে না সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গেলো ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। আশ্রয় নেন পার্শ্ববর্তী দেশ ভারতে। তার পর থেকেই জল্পনা কল্পনা শুরু হয় শেখ হাসিনা ভারতেই থাকবেন না অন্য দেশে আশ্রয় চাইবেন। যদিও গেলো দুমাসে বিভিন্ন অডিও বার্তায় তার ভারতে অবস্থানের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এর মধ্যে গত ১৯ সেপ্টেম্বর ভারতে ৪৫ দিন থাকার ভিসার মেয়াদ শেষ হয়।

এরপর বিভিন্ন গণমাধ্যমে শেখ হাসিনার ভারত ছেড়ে আরব আমিরাতে আশ্রয় নেবার বিষয়টি প্রচারিত হওয়ার পর ফের আলোচনায় আসে বিষয়টি। পররাষ্ট্র উপদেষ্টা ব্রিফিংয়ে প্রশ্ন করা হয় সাংবাদিকদের থেকে। উত্তরে উপদেষ্টা জানান, সাবেক প্রধানমন্ত্রীর অবস্থানের বিষয়ে জানেনা সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দিল্লী ও দুবাইয়ের সাথে যোগাযোগ করেও কোন উত্তর মেলেনি।

আজ (মঙ্গলবার ৮ অক্টোবর) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ কথা বলেন। তিনি বলেন, ‘দিল্লী ও দুবাইয়ের সাথে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ করেও এ সংক্রান্ত কোনো তথ্যের নিশ্চয়তা মেলেনি।’

তৌহিদ হোসেন বলেন, ‘ভারতে অবস্থান করা রাজনীতিবিদদের ট্রাভেল পাস দেবার কোনো কারণ নেই। আইন বিভাগ চাইলে তাদের ফেরত আনার চেষ্টা করা হবে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে চলে গেছেন। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াকিবহাল কি না- এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘ওনার (শেখ হাসিনা) অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি। কেউ আনুষ্ঠানিকভাবে জানাতে পারেনি।’

ইতালির ভিসা জটিলতা নিয়ে তিনি জানান, ডিসেম্বরের মধ্যে ২০ হাজার ভিসা হয়ে যাবার সম্ভাবনা আছে। এখন থেকে সেগুলোর প্রক্রিয়া শুরু হয়েছে।

এএইচ