ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গেলো ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। আশ্রয় নেন পার্শ্ববর্তী দেশ ভারতে। তার পর থেকেই জল্পনা কল্পনা শুরু হয় শেখ হাসিনা ভারতেই থাকবেন না অন্য দেশে আশ্রয় চাইবেন। যদিও গেলো দুমাসে বিভিন্ন অডিও বার্তায় তার ভারতে অবস্থানের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এর মধ্যে গত ১৯ সেপ্টেম্বর ভারতে ৪৫ দিন থাকার ভিসার মেয়াদ শেষ হয়।