দেশে এখন
0

আগামী নির্বাচনে গণঅধিকার পরিষদ এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে: ভিপি নুর

বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে আগামী নির্বাচনে গণঅধিকার পরিষদ এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। আজ (শুক্রবার, ৪ অক্টোবর) সন্ধ্যায় গাজীপুরের কোনাবাড়িতে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ আয়োজিত শ্রমিক সমাবেশে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

এসময় নুরুল হক নুর বলেন, 'জনতার অধিকার প্রতিষ্ঠার জন্যই এই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। এক দখলদার, স্বৈরাচার, ভোট ডাকাতকে হটিয়ে বাংলাদেশে যেন আর কোন নতুন দখলদার, ভোট ডাকাত, স্বৈরাচার তৈরি না হয় সেজন্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন।'

এসময় অনতিবিলম্বে ডাকসুসহ সকল ছাত্র সংসদের নির্বাচনের দাবি জানান নুর। একইসঙ্গে অন্তর্বর্তী সরকারকে এক প্রজ্ঞাপনে বিগত ফ্যাসিবাদের আমলে অনুষ্ঠিত হওয়া সকল স্থানীয় নির্বাচন বাতিল করে দ্রুত সময়ের মধ্যে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলায় নতুন নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান নুর।

সাম্প্রতিক সময়ে শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, 'গাজীপুরে শ্রমিক অসন্তোষের পেছনে একদিকে যেমন কথিত স্বৈরাচার ও বিদেশিদের তৎপরতা রয়েছে, একইসঙ্গে ঝুট ব্যবসা কেন্দ্রিক আধিপত্যও আছে। এটা কোন রাজনৈতিক সরকার না, রাজনৈতিক কোন উৎপাত সহ্য করা হবে না। এইখানে সবার সমান অধিকার থাকবে, মিলেমিশে রাষ্ট্র গঠন করবে।'

আগামীতে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে গণঅধিকার পরিষদ রাজপথে থাকবে বলেও জানান নুরুল হক নুর। 

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর