দেশে এখন
0

আটকে পড়া ১৮ হাজার শ্রমিকের বিষয় বিবেচনা করবে মালয়েশিয়া

ড. ইউনূস-আনোয়ার ইব্রাহিমের বৈঠক

বন্ধু হিসেবে ড. ইউনূসের পাশে থাকার ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ঢাকায় সংক্ষিপ্ত সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, আটকে পড়া ১৮ হাজার শ্রমিকের বিষয়ে বিবেচনা করবে মালয়েশিয়া। আসিয়ান জোটে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে মালয়েশিয়ার সক্রিয় সহযোগিতা কামনা করেন ড. ইউনূস। সফরকালে একান্ত ও দ্বিপাক্ষীয় বৈঠকে অংশ নেন দুই নেতা।

অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথম কোনো সরকার প্রধান বাংলাদেশে। সঙ্গে মন্ত্রিপরিষদ, সংসদ সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৫৮ সদস্যের প্রতিনিধি দল।

বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্র মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আজ (শুক্রবার, ৪ অক্টোবর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসময় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে গার্ড অব অনার দেয় সশস্ত্র বাহিনী।

বিকেল ৩ টার দিকে গাড়ি বহর নিয়ে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পৌঁছান মালেশিয়ান প্রধানমন্ত্রী। এর কিছুক্ষণ পর অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস ও আনোয়ার ইব্রাহিম একান্তে বৈঠক করেন। ঘনিষ্ঠ বন্ধুত্বের নিদর্শন হিসেবে একই গাড়িতে চড়ে দ্বিপক্ষীয় বৈঠকের ভেন্যুতে যান দুই নেতা।

তাদের উপস্থিতিতে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন দুই দেশের প্রতিনিধিদল। বৈঠকে রাজনৈতিক ও অর্থনৈতিক নানা দিক নিয়ে আলোচনা হয়।

এরপর যৌথ সংবাদ সম্মেলনে জুলাই আগস্ট অভ্যুত্থানের ঘটনা ও বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন ড. ইউনূস। বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে সম্মত হয়েছে দুদেশ।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আস্থার কথা জানিয়ে আনোয়ার ইব্রাহিম বলেন, ‘বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা করবে মালয়েশিয়া।’

টিকিট জটিলতার কারণে মালয়েশিয়ায় যেতে না পারা ১৮ হাজার শ্রমিককে সহায়তা দেয়ার আশ্বাস দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

ব্রিফিং শেষে ইন্টারকন্টিনেন্টাল থেকে বঙ্গভবনে যান মালয়েশিয়ার সরকার প্রধান। সেখানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনে সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সংক্ষিপ্ত সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে দেন মুসলিম বিশ্বের অন্যতম নেতা আনোয়ার ইব্রাহিম।

এএইচ