দেশে এখন
0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় শরৎ উৎসব অনুষ্ঠিত

বাতাসে হিম হিম ছোঁয়ায় টের পাওয়া যাচ্ছে, এখন পূর্ণ শরৎকাল। প্রকৃতির এই স্নিগ্ধ মনোরম রূপ মানব হৃদয়ে জাগায় প্রাণের স্পন্দন, উৎসবের আমেজে মুখরিত হয় চারিদিক। শরৎকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বকুলতলায় সত্যেন সেন শিল্পী-গোষ্ঠী আয়োজন করে "শরৎ উৎসব-১৪৩১" এর। গান, নাচ আর আবৃত্তির মাধ্যমে শরৎতের বন্দনা করেন শিল্পীরা।

বাংলার মাটির ও প্রকৃতিতে যেন উৎসবের আমেজ বইছে। তারপরই হৈমন্তী বিষণ্নতায় ভর করে আসবে শীত। শরৎ বাংলার বৈচিত্র্যময় প্রকৃতির পালাবদলের গান নিয়ে এসেছে আমাদের কাছে। সেই গানের সাথেই তাল মিলিয়ে অনুষ্ঠিত হয়ে গেল "শরৎ উৎসব-১৪৩১"।

'শরৎ, তোমার অরুণ আলোর অঞ্জলি, ছড়িয়ে গেল ছাড়িয়ে মোহন অঙ্গুলি।

মেঘলা আকাশ, মৃদু বাতাস, কাশফুল কিংবা শিউলির গন্ধ বলে দিচ্ছে, এখন পূর্ণ শরৎকাল। শরৎ যেন বাংলার বৈচিত্র্যময় প্রকৃতির পালাবদলের গান গাইছে।

ঘুঙুরের শব্দে কিংবা, কাশফুলের পালকে শরৎ নেমেছে বকুল তলায়। তরুণ-তরুণী কিংবা কিশোরী-কিশোরী সবার কণ্ঠে তাই উচ্ছ্বাস।

বাংলার রূপ প্রকৃতি যেন হারিয়ে না যায়। নতুন প্রজন্মকে বাংলার রূপ বৈচিত্র্য সচেতন করে গড়ে তুলতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা।

ঋতুচক্রের আবর্তনে আবার ফিরে এসেছে শরৎ। আর সেই গল্পই প্রতিবছরের ন্যায় উঠে এসেছে শরৎ উৎসবে।