বাতাসে হিম হিম ছোঁয়ায় টের পাওয়া যাচ্ছে, এখন পূর্ণ শরৎকাল। প্রকৃতির এই স্নিগ্ধ মনোরম রূপ মানব হৃদয়ে জাগায় প্রাণের স্পন্দন, উৎসবের আমেজে মুখরিত হয় চারিদিক। শরৎকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বকুলতলায় সত্যেন সেন শিল্পী-গোষ্ঠী আয়োজন করে "শরৎ উৎসব-১৪৩১" এর। গান, নাচ আর আবৃত্তির মাধ্যমে শরৎতের বন্দনা করেন শিল্পীরা।