যৌথ অভিযানে নেতৃত্ব দেন কলমাকান্দার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম।
অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় থাকা দুই হাজার ৫০০ কেজি (৫০ বস্তা) ভারতীয় চিনি (আনুমানিক মূল্য তিন লাখ ৭৫ হাজার টাকা) এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ভারতীয় চিনি থেকে প্রস্তুত করা ৬ হাজার ৮৫৮ কেজি মিছরি (আনুমানিক মূল্য ১০ রাখ ২৮ হাজার ৭০০ টাকা) জব্দ করা হয়।
এর সঙ্গে তিন হাজার ৪১১ কেজি গুড়ও জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য চার লাখ নয় হাজার ৩২০ টাকা। মোট ১৮ লাখ ১৩ হাজার ২০ টাকার মালামাল জব্দ করা হয় বলে জানিয়েছে মো. শহিদুল ইসলাম।
এ বিষয়ে বিজিবি কর্তৃক নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম।
গত ২৮ সেপ্টেম্বর বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ভারতীয় সীমান্ত উপজেলার লেংগুরা বিজিবি টহলরত এলাকা পরিদর্শন করেন এবং জনসাধারণের সাথে মতবিনিময় করেন। এ সময় সীমান্তে অবৈধ পণ্যের অনুপ্রবেশ রোধে যৌথ অভিযান বাড়ানো হবে বলে জানান তিনি।