দেশে এখন
0

রাজধানীর গুলশান থেকে দুই জনের গলাকাটা মরদেহ উদ্ধার

রাজধানীর গুলশান-২ এলাকায় বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বাসার পাশে একটি খালি প্লটের ভিতর থেকে দুই জনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (শনিবার, ২৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুইজনের মধ্যে রফিক নামে একজন ৬২ বছর এবং আরেকজন ১৫ বছরের তরুণ। রফিক ওই প্লটটি দেখাশোনার পাশাপাশি প্লটের মধ্যে চায়ের দোকানদারি করতো। আর সাব্বির চায়ের দোকানে কাজ করতো। 

গত বৃহস্পতিবার থেকে চা দোকান বন্ধ ছিল বলে জানায় স্থানীয়রা। পরিবারের সদস্যরা বলছেন, তিনদিন তাদের খোঁজ না পেয়ে শনিবার প্লটের মধ্যে প্রবেশ করলে তাদের মরদেহ দেখতে পায় তারা।

খবর পেয়ে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন আলামত সংগ্রহে কাজ শুরু করে। তবে, এলাকায় কারো সাথে পূর্ব শত্রুতা ছিল কিনা তা বলতে পারেনি কেউ।

ইএ