দেশে এখন
0

প্রতারণার মামলায় সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার

প্রতারণার মামলায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম. এ আউয়ালকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কলাবাগান থানা পুলিশ। আজ (বুধবার, ২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাজধানীর কলাবাগানের সুলতানা টাওয়ার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেফতারকৃত লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি আউয়াল হাভেলী প্রপার্টি ডেভেলপমেন্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। প্রতারণার ঘটনায় আদালতের মাধ্যমে আদেশপ্রাপ্ত হয়ে বুধবার কলাবাগান থানায় আউয়ালসহ আরও কয়েকজনের নামে প্রতারণার একটি মামলা হয়।

সেই মামলায় কলাবাগানের সুলতানা টাওয়ারের হ্যাভেলী গ্রুপের অফিস কক্ষ থেকে আজ বিকেল ৫টায় সাবেক এমপি আউয়ালকে গ্রেপ্তার করা হয়। আওয়ালের সাথে এই মামলার এজাহার হওয়া অপর এক আসামি হাভেলী প্রপার্টি ডেভেলপমেন্টের হিসাবরক্ষণ অফিসার নব কুমারকেও একইসাথে গ্রেপ্তার করা হয়েছে।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর