সোমবার দিবাগত গভীর রাতে ( রাত ২টা ৩০ ঘটিকায়) গোপন সংবাদের ভিত্তিতে শহীদনগরের আধা গলির মাথায় ওয়াসার পানির পাম্পের পশ্চিম পাশ থেকে একটি বাজারের প্লাস্টিকের ব্যাগের মধ্যে রাখা অবস্থায় ৮৪ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করে থানার একটি টহল টিম।
এর মধ্যে সিসার পিলেটযুক্ত শর্টগানের কার্তুজ কফি রঙের ২১ রাউন্ড, গাড় সবুজ রঙের কার্তুজ ৩৯ রাউন্ড, হালকা সবুজ রঙের ১৭ রাউন্ড এবং সাদা রঙের ৭ রাউন্ড কার্তুজ রয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।—সংবাদ বিজ্ঞপ্তি