দেশে এখন
0

সেনাসদস্য হত্যায় উদ্বেগ প্রকাশ তারেক রহমানের

কক্সবাজার চকরিয়ায় দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে সেনাসদস্য তানজিম সারোয়ার নির্জন হত্যায় শোক ও উদ্বেগ প্রকাশ করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ (মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমের পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি। বিবৃতিতে তিনি বলেন, 'ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য একের পর এক সন্ত্রাসী কর্মকান্ড অব্যাহত রেখেছে।'

ষড়যন্ত্রকারী দুষ্কৃতিকারীরা অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার জন্য নানা অপতৎপরতায় লিপ্ত রয়েছে। সেনাসদস্য হত্যা এরই ধারাবাহিকতা বলেও জানান তিনি।

হত্যাকাণ্ডের সাথে জড়িত দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এছাড়াও গণতন্ত্র প্রতিষ্ঠাসহ দেশে শান্তি, শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দুষ্কৃতিকারীদের প্রতিরোধে সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হবার আহ্বানও জানান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

ইএ