খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে আদিবাসীদের উপর হামলা, হত্যা ও অগ্নিসংযোগের প্রতিবাদে আয়োজিত সমাবেশে দোষীদের খুঁজে বের করে শাস্তির দাবিও জানানো হয়।
বিক্ষোভ সমাবেশে অংশ নেন আদিবাসী ছাত্র-যুব ও সাধারণ জনতা। এসময় আহতদের চিকিৎসার ব্যয় সরকারকে বহন করার দাব জানান তারা। সেইসঙ্গে আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠনের কথাও বলেন বক্তারা। বলেন পাহাড়ে আগুন জ্বললে রাজপথে অবস্থান নিবে আদিবাসীরা।