দেশে এখন
0

কাল থেকে সপ্তাহে সাতদিন চলবে মেট্রোরেল

চালু হচ্ছে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশনও

আগামীকাল (শুক্রবার, ২০ সেপ্টেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে সপ্তাহে সাতদিন মেট্রোরেল চলবে। আজ (বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএমটিসিএল এমডি বলেন, ‘আগামীকাল থেকে সপ্তাহে সাতদিন মেট্রোরেল চলবে। এদিন দুপুর সাড়ে তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে এবং দুপুর ৩টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে ১২ মিনিট হেডওয়েতে (দুই ট্রেনের মধ্যবর্তী সময়) ট্রেন চলাচল করবে।’

এছাড়াও ক্ষতিগ্রস্ত কাজীপাড়া মেট্রোরেল স্টেশন চালুর কথাও জানান তিনি। এটি চালু করতে ২০ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে বলে মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনও দ্রুত চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান আবদুর রউফ। অন্যদিকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত মেট্রোরেল থেকে আয় হয়েছে ২০ কোটি ৬৭ লাখ টাকা।

বুধবার (১৮ সেপ্টেম্বর) আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল বন্ধ থাকার কারণ উল্লেখ করে মোহাম্মদ আবদুর রউফ বলেন, ‘বিজয় সরণি ও ফার্মগেট স্টেশনের মধ্যবর্তী স্থানে একটি পিয়ার এবং ভায়াডাক্টের মধ্যবর্তী স্থানের ইলাস্টোমেরিক বিয়ারিং প্যাড স্থানচ্যুত হওয়ায় বুধবার বন্ধ ছিল।’

কারিগরি ত্রুটির কারণ অনুসন্ধান ও আগামীতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সব প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাত সদস্যের কারিগরি কমিটি গঠন করা হয়েছে।

বিষয়টি নিয়ে ডিএমটিসিএল এমডি বলেন, ‘কমিটি প্রয়োজনীয় সুপারিশসহ ৫ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দাখিল করবে।’

এর আগে ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষিতে গত ১৮ জুলাই বন্ধ হয় মেট্রোরেল চলাচল। মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় মেট্রো লাইনের নিচের পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। সেই আগুনের মধ্য দিয়েই মেট্রো ট্রেন চলাচল করে। সেদিন বিকেলে জননিরাপত্তার স্বার্থে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেয়া হয়।

এর ৩৭ দিন পর গত ২৫ আগস্ট সকাল থেকে পুনরায় মেট্রো চলাচল শুরু হয়। এদিন সকাল ৭টা ১০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে প্রথম ট্রেন ছেড়ে যায়।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর
অপরিকল্পিত অবকাঠামো উন্নয়নে ১৫ বছরে তলানিতে অর্থনীতি

স্থায়ী ও একক যাত্রার পাসের বিভ্রান্তি এড়াতে ভিন্ন মোড়কে মেট্রোর নতুন পাস: ডিএমটিসিএল এমডি

বন্ধ ঘোষণার দু’দিন পর এমআরটি পাস রেজিস্ট্রেশন চালু

১১ ঘণ্টা পর চালু হলো আগারগাঁও-মতিঝিলের মেট্রো চলাচল

চালু হচ্ছে মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন, এখনই খুলছে না মিরপুর-১০

মেট্রোরেলের ফার্মগেট অংশে বিয়ারিংয়ে ত্রুটি

আগারগাঁও-মতিঝিল রুটে মেট্রো চলাচল বন্ধ

পর্ষদ ভেঙে দিয়ে আল-আরাফাহ ও বাংলাদেশ কমার্স ব্যাংকের নতুন পর্ষদ গঠন

শুক্রবারও চলবে মেট্রোরেল: ডিএমটিসিএল

নৌকার আদলে হচ্ছে না পূর্বাচলের শেখ হাসিনা স্টেডিয়াম
নৌকার আদলে হচ্ছে না পূর্বাচলের শেখ হাসিনা স্টেডিয়াম

আগামীকাল থেকে নিয়মিত শিডিউলে চলবে মেট্রোরেল

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট পরিচালকের নিয়োগ বাতিল