দেশে এখন
0

ছাত্র-জনতার আন্দোলনে নিহত ৮০০, আহত ২০ হাজারের বেশি: তথ্য উপদেষ্টা

জুলাই স্মৃতি ফাউন্ডেশনে একশ' কোটি টাকার অনুদান

ছাত্র-জনতার আন্দোলনে ৮০০ জন নিহত এবং ২০ হাজারের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ (মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে ৮০০ জন নিহত হয়েছেন। এছাড়া ২০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। তবে এখনো তালিকার কাজ চলমান রয়েছে।’

অন্যদিকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ১০০ কোটি টাকা অনুদান দেয়া হয়েছে বলেও জানিয়েছেন তথ্য উপদেষ্টা। সরকারি ভিন্ন ভিন্ন উদ্যোগের পাশাপাশি এই ফাউন্ডেশনের কাজ চলবে বলেও জানান তিনি।

আহতদের দ্রুত আর্থিক সহযোগিতা, এককালীন সহযোগিতা, মাসিক ভাতা ও মানসিক স্বাস্থ্য নিয়ে সহযোগিতার কথাও জানান তিনি।

এসময় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সহিংসতায় নিহত মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ দেশবাসীর কাছে ফাউন্ডেশনে আর্থিক সহযোগিতার জন্য আহ্বান জানান।

এই সম্পর্কিত অন্যান্য খবর