রাজনীতি
দেশে এখন
0

নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানী ঢাকার নয়াপল্টনে সমাবেশ শুরু করেছে বিএনপি। আজ (মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় শুরু হয়েছে এ সমাবেশ।

সমাবেশ উপলক্ষ্যে বেলা ১২টার পর থেকে বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন বিএনপির নেতাকর্মীরা।

জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক সেলিম রেজার কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। দুপুরে থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে নয়াপল্টনে পৌঁছান।

দুপুর ২টার পরপরই নয়াপল্টন ও আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। অধিকাংশেরই মাথায় জাতীয় পতাকা বেঁধে, হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে সমাবেশস্থলে অবস্থান করছেন তারা।

সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন, কাকরাইল, মালিবাগ, শান্তিনগর, বিজয়নগর, ফকিরাপুল, আরামবাগ, গুলিস্তান, মতিঝিলসহ অন্যান্য এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে।

এসএস

আরও পড়ুন: