ইলিশের কেজিপ্রতি দাম বেড়েছে ২০০ থেকে ২৫০ টাকা। তবে ভোর থেকে আবহাওয়ার উন্নতি হওয়ায় নদীতে নেমেছেন অনেক জেলে।
তাই তিনদিন পর ঘাটগুলোতে জেলে-পাইকারদের হাঁকডাকে ফিরেছে কর্মচাঞ্চল্য। জালে মাছ ধরা পড়লেও তা ছিল চাহিদার তুলনায় অর্ধেক। সরবরাহ কমায় দাম বেড়ে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৭৫০ থেকে ১ হাজার ৮০০ টাকায়। আর ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ বিক্রি হয় ১ হাজার ৪৫০ থেকে ১ হাজার ৫০০ টাকায়।
এদিকে নদীর মাছের সরবরাহ কময় কেজিতে ২০ থেকে ৩০ টাকা দাম বেড়েছে চাষের মাছেরও।