বাজার
দেশে এখন
0

সরবরাহ কমায় বেড়েছে ইলিশসহ নদীর মাছের দাম

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে গেলো তিনদিন উত্তাল ছিলে ভোলার মেঘনা তেতুলিয়া নদী। এমন অবস্থায় নদীতে মাছ শিকার করতে না পারায় কর্মহীন ছিল জেলার বেশিরভাগ জেলে। এতে কমেছে ইলিশসহ নদীর মাছের সরবরাহ, বেড়েছে দাম।

ইলিশের কেজিপ্রতি দাম বেড়েছে ২০০ থেকে ২৫০ টাকা। তবে ভোর থেকে আবহাওয়ার উন্নতি হওয়ায় নদীতে নেমেছেন অনেক জেলে।

তাই তিনদিন পর ঘাটগুলোতে জেলে-পাইকারদের হাঁকডাকে ফিরেছে কর্মচাঞ্চল্য। জালে মাছ ধরা পড়লেও তা ছিল চাহিদার তুলনায় অর্ধেক। সরবরাহ কমায় দাম বেড়ে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৭৫০ থেকে ১ হাজার ৮০০ টাকায়। আর ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ বিক্রি হয় ১ হাজার ৪৫০ থেকে ১ হাজার ৫০০ টাকায়।

এদিকে নদীর মাছের সরবরাহ কময় কেজিতে ২০ থেকে ৩০ টাকা দাম বেড়েছে চাষের মাছেরও।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর