দেশে এখন
0

'শিক্ষার্থীদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠন করার প্রয়োজনীয়তা আছে'

বৈষম্যবিরোধী আন্দোলনে নতুন যে বাংলাদেশের চেতনা তৈরি করেছে ছাত্র-জনতা, তার ধারক হিসেবে নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা আছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কার্যালয়ে এক আলোচনায় এই মন্তব্য করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। একই সভায় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, 'ক্ষমতাকে প্রশ্ন করা ও জবাবদিহিতার মধ্যে দিয়ে হাঁটতে হবে নতুন বাংলাদেশের।'

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী কেমন বাংলাদেশের স্বপ্ন দেখছেন তরুণরা? তারুণ্যকে নিয়ে আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে টিআইবি'র আয়োজনে আলোচনা সভার বিষয় 'নতুন বাংলাদেশের গণতন্ত্র ও সুশাসন'।

টিআইবি কার্যালয়ে আয়োজিত আলোচনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দাবি, ৭১ এ যে স্বপ্ন নিয়ে লড়াই করেছিল মুক্তিকামী জনগণ, সে স্বপ্ন এতো বছরেও পূরণ হয়নি। তাই মানুষের অধিকার প্রতিষ্ঠায় ২৪ এ এসে সেই পরিবর্তনের প্রত্যাশা তাদের।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরিফ সোহেল বলেন, '১৯৭০ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পরিবর্তিত হয়নি। শুধু পতাকা পরিবর্তিত হয়েছে। জাতীয় প্রতীকগুলো পরিবর্তিত হয়েছে। কিন্তু রাষ্ট্র কাঠামো, শাসন কাঠামো বা গুণগত কোনো পরিবর্তন ঘটেনি।'

জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, 'বাংলাদেশের জনগোষ্ঠীর প্রতিঢলিত করার জন্য আমা যাদের নির্বাচিত করেছি বারবার, এই জায়গাগুলো ফেইল করেছে। সেই জায়গা থেকে আসলে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের মানুষের ক্যারেক্টার বা আলাদা কোনো বৈশিষ্ট্য তৈরি হয়নি। আমরা চাইবো বাংলাদেশের পাবলিক সেক্টর ফেলে সাজাতে হলে অবশ্যই আমরা সেটা করবো।'

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, '২০২৪ যদি ১৯৯০, ১৯৭১, ১৯৫২ এর পুনরাবৃত্তি হয়, তাহলে কিন্তু আর মনে হয় না আর কখনোই আমাদের শক্তির বা সামর্থ্যের যে জায়গা তৈরি হয়েছে, সেটাকে পুনর্মঞ্চায়ন সম্ভব।'

সভায় টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান জানান, বাকস্বাধীনতা কেড়ে নিয়ে এক নজরদারি সমাজ গড়ে তুলেছিল আওয়ামী লীগ সরকার, যে কারণে তাদের পতন হয়েছে। সেই সাথে দুর্নীতির সহায়ক ও দুর্নীতিকে সুরক্ষা দেয়ার জন্য রাষ্ট্রকাঠামো গড়ে তুলেছিল স্বৈরাচার সরকার।

ড. ইফতেখারুজ্জামান বলেন, 'গণতন্ত্রের অন্যতম উপাদান বাক স্বাধীনতা। সেটাকে বন্ধ করে বাংলাদেশে একটা নজরদারি ভিত্তিক সমাজ তৈরি করেছিল। কিন্তু আমার তরুণ প্রজন্ম যে তার চেয়ে বেশি শক্তিশালী সেটা তারা ভুলে গেছে। ইতিহাসের শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয় না, সেটা আরও একজার প্রমাণিত হয়েছে।'

ছাত্র-জনতা যে নতুন বাংলাদেশের চেতনা গড়ে তুলেছে- তার ধারণ করার জন্য শিক্ষার্থীদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠন করার প্রয়োজনীয়তা আছে বলেও ব্যক্তিগতভাবে মত দেন টিআইবি' নির্বাহী পরিচালক।

ড. ইফতেখারুজ্জামান বলেন, 'বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে যে নতুন বাংলাদেশের চেতনা তার ধারক হিসেবে একটা রাজনৈতিক শক্তির বিকাশের অপরিহার্যতা রয়েছে।'

নতুন বাংলাদেশ পুনর্গঠনে আমলা থেকে শুরু করে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

এসএস