দেশে এখন
2

হাসিনা দেশের প্রতিটি মানুষকে ফ্যাসিস্ট বানিয়েছে: সারজিস আলম

টাঙ্গাইল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ভূমি অফিস, হাসপাতালসহ সরকারি দপ্তরে দালালি আর টাকা দিয়ে কাজ করার জন্য জনতার ওষুধ আপনাদের কোম্পানির কাছে বিক্রি করার জন্য ছাত্র-জনতা এই অভ্যূত্থান ঘটায়নি। তিনি বলেন, 'বাংলাদেশে বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট হাসিনা সবচেয়ে বড় যে ক্ষতিটি করেছে তিনি তার আওয়ামী লীগকেই শুধু ফ্যাসিস্ট বানায়নি। সে তার বাংলাদেশকে শুধু ফ্যাসিস্ট বানায়নি, তিনি ফ্যাসিস্ট বানিয়েছে আমাদের প্রত্যেকটি মানুষকে।' এই জায়গা থেকে আমাদের উত্তোরণ ঘটাতে হবে বলেও জানান তিনি।

আজ (বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলে গণঅভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, 'আমরা এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি, অন্য ফ্যাসিস্টকে জায়গা ছেড়ে দেয়ার জন্য নয়।' কেউ যদি এখনও সয়নে-স্বপ্নে কিংবা ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আবারো ছাত্র-জনতাকে ডমিনেট করে ফ্যাসিস্ট উঠতে চায়- তারা যেন ওই শেখ হাসিনাকে দেখে শিক্ষা নেয়।’

তিনি আরও বলেন, 'আমার ভাই যখন রক্তাক্ত হয়ে হাসপাতালে তখন সেই হামলাকারী কতিপয় পুলিশ কিভাবে উন্মেুক্ত রাস্তায় ঘোরাফেরা করে। ওই ফাসিস্ট আওয়ামী লীগের দোসর, চাটুকার, তেলবাজ তোষামতকারী যেসকল আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছে তারা যদি নিজেদের শুধরিয়ে না নেয় তাহলে নেত্রী হাসিনার মতই দেশত্যাগ হতে হবে তাদের।'

এসময় উপস্থিত ছিলেন জেলা, উপজেলাও সমন্বয়কসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর