খিলগাঁও থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে আসাদুজ্জামানকে। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয় নেয়া হয়েছে।
আজ (বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর) তাকে কোর্টে তোলা হবে বলে জানা যায়। মূলত ২০১৫ সালে পুলিশি হেফাজতে খিলগাও থানা ছাত্রদলের নেতা নুরুজ্জামান জনির মৃত্যুর অভিযোগ ওঠে। এ কারণে ৩ সেপ্টেম্বর নিহতের বাবা ইয়াকুব আলী বাদী হয়ে এই হত্যা মামলা করেন।
মামলায় আসাদুজ্জামান মিয়াসহ বর্তমান ও সাবেক আরও ১৩ পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয়। ২০১৫ সালে ডিএমপির কমিশনার ছিলেন আসাদুজ্জামান। ২০১৯ সালে অবসরে যান তিনি।
এছাড়াও সাবেক এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনেরও অভিযোগ আছে।