দেশে এখন
2

সুনামগঞ্জের সীমান্ত থেকে ২৭৫ কেজি ইলিশ জব্দ

সুনামগঞ্জ

ভারতে পাচার করার সময় সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত থেকে ২৭৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (বুধবার, ১১ সেপ্টেম্বর) দুপুরে 'এখন টেলিভিশন'কে এ তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাংলাবাজার বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার আজাদ।

খোঁজ নিয়ে জানা যায়, সুনামগঞ্জের সব সীমান্ত এলাকায় প্রতিনিয়ত কঠোর নজরদারি মধ্যে রেখেছে বিজিবি। তার ধারাবাহিকতায় আজ সকালে এই জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার বিওপির ঘিলাতলী নামক সীমান্ত এলাকা দিয়ে ২৭৫ কেজি ইলিশ মাছ ভারতে পাচারকালে বিজিবি অভিযান চালায়।

একপর্যায়ে সীমান্ত এলাকায় মাছ ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে মাছগুলো জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় পাঁচ লাখ ৫০ হাজার টাকা।

বাংলাবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার আজাদ বলেন, 'যাতে কোনো চোরাকারবারি সীমান্ত দিয়ে অবৈধ কোনো ব্যবসা না করতে পারে সেজন্য আমরা নজরদারি বাড়িয়েছি। আজকে সকালেও আমরা সীমান্ত অভিযান চালিয়ে ২৭৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।'

এর আগে আজ সকালে দুর্গাপূজাকে সামনে রেখে ইলিশ মাছ চেয়ে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর