হাসনাত বলেন, ‘প্রেশার গ্রুপ হিসেবে আমরা নিশ্চিত করতে চাই ঢাকায় একজন শিক্ষার্থী যে ধরণের শিক্ষা পাবে, ঠিক একইভাবে পাহাড়ের প্রান্তিক পর্যায় পর্যন্ত একই ধরনের শিক্ষা পাবে।’
এসময় তিনি পাহাড়ের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বর্তমান সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানান।
এ সমন্বয়ক বলেন, ‘আমরা খবর পয়েছি-বর্তমান সরকারের অনেকেই চিকিৎসা করাতে সিঙ্গাপুর যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আমরা হুশিয়ার করতে চাই বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা সিঙ্গাপুরের মত নিশ্চিত না করে আপনারা যদি নিজেরাই সিঙ্গাপুর চিকিৎসা নিতে যান তাহলে এ সরকারে থাকার নৈতিক অবস্থান আপনারা হারিয়ে ফেলবেন।’
মতবিনিময় সভায় চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বক্তব্য রাখেন। এসময় কেন্দ্রীয় সমন্বয়ক ও রাঙামাটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুণরা উপস্থিত ছিলেন।
গণঅভ্যুত্থানের প্রেরণায় আহতদের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিক মতবিনিময় সভার আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
গত ৮ সেপ্টেম্বর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা বিভাগীয় ও জেলা পর্যায়ে সফর কর্মসূচি ঘোষণা করেন।